ঢাকা: রাজধানীর বনানীতে এক শিল্পপতি দম্পতির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার রাত সাড়ে ৮টার দিকে নিজ বাসা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে প্রাথমিকভাবে জানা যায়, রোড ৫, ৬০/২/এ বনানী ডিওএইচএস এর বাসা থেকে শিল্পপতি আব্দুর রব ও তার স্ত্রী রোকসানা পারভীনের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশের ধারণা, আব্দুর রব তার লাইসেন্স করা পিস্তল দিয়ে স্ত্রী রোকসানাকে হত্যা করে আত্মহত্যা করেছেন। আব্দুর রব আফসার গ্রুপের চেয়ারম্যান বলে জানা গেছে।
ঘটনাস্থলে সিআইডির একটি টিম অবস্থান করছে।
গুলশান জোনের ডিসি লুৎফুল কবীর দম্পতির মরদেহ উদ্ধারের বিষয়টি বাংলামেইলকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঘটনার সময় বাসায় দুই গৃহপরিচারিকা ছিলেন। ওই দম্পতির এক ছেলে তখন বাইরে ছিলেন। বাসায় এসে তিনি বাবা-মাকে গুলিবিদ্ধ ও মৃত অবস্থায় দেখেন।
এদের তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছে বলে জানান ডিসি লুৎফুল কবীর। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছেলে জানিয়েছেন, তার বাবা-মার মধ্যে দীর্ঘদিন থেকে দাম্পত্য কলহ চলছিল।