[ads1]বাংলাদেশে ঢাকার উত্তরা এলাকায় একটি মার্কেটে লিফট ছিঁড়ে গিয়ে অগ্নিকান্ডে পাঁচজনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
পুলিশ জানিয়েছে, এই ঘটনায় কয়েকজন আশংকাজনক অবস্থায় হাসপাতালে রয়েছে এবং ত্রিশ জনের বেশি মানুষ আহত হয়েছে। উত্তরার থানা পুলিশ জানায়, সন্ধ্যায় আলাউদ্দিন টাওয়ার নামের বহুতল ভবনের ছয় তলা থেকে লিফট ছিড়ে নিচে পড়লে বেইসমেন্টে দেয়াল ভেঙ্গে আগুন ধরে যায়।
ভবনটিতে মার্কেট এবং উপরে কয়েকতলায় আবাসিক ফ্লাটও রয়েছে। আগুন বেসমেন্ট থেকে এক ও দুই তলার মার্কেটের কয়েকটি দোকানে ছড়িয়ে পড়েছিল।[ads2]
দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণ করে দগ্ধ বেশ কয়েকজনকে হাসপাতালে নেয়।
আগুনে দগ্ধ হওয়া ছাড়াও ভবন থেকে বের হওয়ার জন্য ছোটাছুটি করতে গিয়েও অনেক মানুষ আহত হয়েছেন।
গতকালই ঢাকার কারওয়ান বাজার এলাকায় বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে টকশো শেষ করে ভবনের লিফটে দুজন মন্ত্রী আটকা পড়েছিলেন।[ads1]
সূত্রঃ বিবিসি