রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে নিউভিশন নামে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (০৪ জানুয়ারি) বেলা ১টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে। সরেজমিনে দেখা যায়, পুরানা পল্টনে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স করপোরেশনের সামনে বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
তবে তাৎক্ষণিকভাবে আগুনে হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন নেভাতে পুলিশের জলকামান নিয়ে আসার আগেই বাসটির অর্ধেক পুড়ে যায়। তবে কে বা কারা বাসে আগুন দিয়েছে তা এখনো জানা যায়নি।