ঢাকা: রাজধানীর আজিমপুরের রসুলবাগ ও গেণ্ডারিয়ার নেছারিয়া মাদরাসার সামনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন- রুমা আক্তার (২৫), সোহানুর রহমান রিফাত (৫) ও আব্দুর রহিম (২৫)।
সোহানের বাবা দুলাল পেশায় চা বিক্রেতা, রুমা আক্তারের স্বামী শামসু পেশায় কারচালক এবং রহিম একটি লেপ-তোষকের দোকানে কাজ করতেন।
রুমার প্রতিবেশি আরমান জানান, বৃষ্টি চলাকালে বিকেল ৪টার দিকে একটি তার ছিঁড়ে গেলে শিশু সিফাত তারটি ধরে। এরপর তার চিৎকারে তাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন রুমা।
বিকেল সোয়া ৫টার দিকে তাদের দুজনকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
অন্যদিকে বৃষ্টির পর সন্ধ্যার দিকে গেণ্ডারিয়ার শহীদনগর নেছারিয়া মাদরাসার সামনেএকটি খুঁটিতে হাত দিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন আব্দুর রহিম। স্থানীয়তার তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ৮টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
রহিমের বাবার নাম সেলিম ভুঁইয়া। তাদের গ্রামের বাড়ি লক্ষীপুরে।