বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা গোলাম রাব্বিকে তল্লাশির নামে ৫ ঘণ্টা আটকে রেখে নির্মম নির্যাতনকারী মোহাম্মদপুর থানার এসআই মাসুদ সিকদারকে থানা থেকে ক্লোজড করা হয়েছে। মোহাম্মদপুর জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার হাফিজ আল ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
রাব্বি জানান, শনিবার রাতে মোহাম্মদপুরের তাজমহল রোডের একটি বুথ থেকে টাকা তুলে বের হওয়া মাত্রই ৩-৪ জন যুবক তার গতিরোধ করে। এরপরই পাশে দাঁড়িয়ে থাকা পুলিশ ভ্যানে তুলে ৫ লাখ টাকা দাবি করেন অভিযুক্ত এসআই মাসুদ। টাকা দিতে অস্বীকৃতি জানালে তার ওপর নির্মম নির্যাতন শুরু হয়।
এমনকি তাকে বেড়িবাঁধে নিয়ে ক্রসফায়ারে হত্যার হুমকিও দেয়া হয়। রোববার সকালে এ বিষয়ে মোহাম্মদপুর থানায় লিখিত অভিযোগ করেন রাব্বি। এরপরই এসআই মাসুদকে ক্লোজড করার সিদ্ধান্ত হয়।