রাজধানীর পল্লবীতে একটি সাপ্তাহিক পত্রিকা অফিস লক্ষ্য করে পরপর দুইটি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এসময় ককটেল দুইটি বিস্ফোরিত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ওই পত্রিকার নাম সাপ্তাহিক নতুন বার্তা। সোমবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।
পত্রিকাটির সম্পাদক ইউসূফ আহমেদ তুহিন রাইজিংবিডিকে জানান, পল্লবীর পূরবী সিনেমা হলের বিপরীতে ৭৯/বি ভবনের দ্বিতীয় তলায় তার পত্রিকা অফিস। দুপুরে তার অফিস লক্ষ করে পর পর দুইটি ককটেল নিক্ষেপ করে দূর্বৃত্তরা। তবে এতে কেউ আহত হয়নি। কারণ ককটেল দুইটি দেয়ালের গায়ে লেগে বাইরে বিস্ফোরিত হয়। তার পেশাগত কারণে কেউ ক্ষিপ্ত হয়ে অফিসে হামলা চালাতে পারে বলে মনে করেন তিনি।
এ বিষয় পল্লবী থানার অফিসের ইনচার্জ (ওসি) জিয়াউজ্জামান জানান, দুপুরে পত্রিকা অফিসে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সেখানে পুলিশ পরিদর্শনে গিয়েছিল। তবে কাউকে আটক করা যায়নি। তদন্ত অব্যাহত রয়েছে।