রাজধানীর হাজারীবাগের বাসায় মেডিকেল কলেজের এক ছাত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত ছাত্রীর নাম সাউদিয়া আক্তার মিথি (২৩)। এ ঘটনায় তার কথিত স্বামী আরিফকে বৃহস্পতিবার আটক করেছে পুলিশ। আরিফ ওই ছাত্রীর সঙ্গে স্বামী-স্ত্রী পরিচয়ে একই বাসায় বসবাস করতেন বলে পুলিশ জানিয়েছে। মিথি শিকদার মেডিকেল কলেজ হাসপাতালের তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন। জানা যায়, বুধবার সকালে মেডিকেলের এক ছাত্রীকে গুরুতর আহত অবস্থায় শিকদার মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে দুপুরে পুলিশ তার লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায়। হাজারীবাগ থানার ওসি কাজী মাঈনুল ইসলাম রাইজিংবিডিকে জানান, মিথি রায়েরবাজারে সচিব গলির একটি বাসায় আরিফ নামের ওই যুবককে নিয়ে থাকতেন। আরিফকে আটক করা হয়েছে। তবে তিনি বিয়ের কোনো কাগজপত্র দেখাতে পারেননি। ওসি আরো জানান, মিথির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। আরিফকে জিজ্ঞাসাবাদ করলে মৃত্যুর রহস্য জানা যাবে। এ বিষয়ে মিথির বাবা একটি হত্যা মামলা করেছেন।