ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরের তাজমহল রোডের হেলে পড়া ভবনটি ভেঙে ফেলতে নিদের্শ দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
আগামী সাত দিনের মধ্যে ওই ভবন ভেঙে ফেলতে হবে বলে রাজউকের পরিচালক ওয়ালিউর রহমান জানিয়েছেন। এর আগে যত দ্রুত সম্ভব পুলিশ এবং দমকল বাহিনীর সহায়তায় ভবন থেকে বাসিন্দাদের মালামাল সরিয়ে ফেলার জন্যও বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ভবনটি ভাঙা না হলে তা ভেঙে এর খরচ ভবনমালিকের কাছ থেকে আদায় করবে রাজউক। তবে সন্ধ্যা পর্যন্ত ভবন ভাঙার বিষয়ে রাজউকের কাছ থেকে কোনো চিঠি পাননি বলে মোহাম্মদপুর থানার ওসি জামাল উদ্দিন মীর জানিয়েছেন। চিঠি পেলে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবেন বলে ওসি জানান।
শনিবার সকালে তাজমহল রোডে মিনার মসজিদের কাছে ১৯/৪ নম্বর হোল্ডিংয়ের ওই ভবনের ওপরের অংশ পাশের একটি ভবনে হেলে পড়ে।