ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীতে গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলিতে এক যুবক নিহত হয়েছেন। সোমবার ভোর রাতে যাত্রবাড়ীর কাঠেরপুল এলাকায় এ ঘটনা ঘটে।
তবে ডিবি পুলিশ একে ‘বন্দুকযুদ্ধ’ বলে দাবি করেছে। আর পুলিশ বলছে, গাড়ি লক্ষ্য করে ককটেল মেরে পালানোর সময় গুলিতে তিনি নিহত হন।
গত কয়েকদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর দ্বারা সংঘটিত ক্রমবর্ধমান বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মধ্যেই এ ঘটনা ঘটলো।
যাত্রাবাড়ী থানার উপ পরিদর্শক (এসআই) হুমায়ুন বলেন, ওই যুবক টহলরত গোয়েন্দা পুলিশের গাড়িকে লক্ষ্য করে ককটেল ছুড়ে মারেন। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ডাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
লাশটি বর্তমানে ঢামেকের মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি। এ নিয়ে গত ২৪ দিনে নিরাপত্তা বাহিনীর সাথে কথিত বন্দুকযুদ্ধে অন্তত ২৭ জন মারা গেছেন।