রাজধানীর ভাটারার সাইদনগরে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে (১১) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ওই স্কুলছাত্রীকে মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্কুলছাত্রীটির মা জানান, সোমবার বিকেলে তার মেয়ে কোচিং থেকে বাসায় ফিরছিল। পথে স্থানীয় শাহাবুদ্দিন (৩৫) তাকে ফুসলিয়ে নিজ বাসায় নিয়ে যায়। সেখানে ধর্ষণ করে বাসায় আটকে রাখে। স্থানীয়রা বিষয়টি বুঝতে পারলে শাহাবুদ্দিন পালিয়ে যায়। মঙ্গলবার সকালে মেয়েটিকে উদ্ধার করে থানায় খবর দেয়া হয়।
ভাটারা থানার উপ-পরিদর্শক লাল মিয়া জানান, অভিযোগ পাবার পরপরই ওই স্কুলছাত্রীকে উদ্ধার করা হয় এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অভিযুক্ত শাহাবুদ্দিন পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে
Prev Post