রাজধানীতে আশঙ্কাজনক হারে বেড়েছে ধর্ষণের ঘটনা। অপরাধীদের বিশেষ টার্গেটে পরিণত হচ্ছে গৃহকর্মী, শিশুসহ স্কুল-কলেজ পড়ুয়া তরুণী-কিশোরী শিক্ষার্থীরা। কয়েক দিনের ব্যবধানে রাজধানীতে বেশ কয়েকজন শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে। অধিকাংশ ঘটনায়ই প্রকৃত অপরাধীরা ধরা না পড়ায় শিক্ষার্থীদের পাশাপাশি উদ্বিগ্ন শিক্ষক এবং অভিভাবকরা।
ডিএমপি সূত্র জানায়, গত জুলাইয়ে রাজধানীতে অপহরণ ও ধর্ষণসহ নানা ধরনের নির্যাতনের শিকার হয়েছে ১২৫ জন নারী-শিশু। জানুয়ারি থেকে জুন পর্যন্ত নির্যাতিত হয় ৭৭৭ জন। চলতি মাসেও নির্যাতনের শিকার হয় শতাধিক নারী-শিশু। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) সূত্র জানায়, ধর্ষণ, অপহরণ, অ্যাসিড সন্ত্রাস ও নানা ধরনের নির্যাতনের শিকার হয়ে সাত মাসে ওসিসিতে বিভিন্ন জেলার ৩ হাজার ৭৪ জন নারী-শিশু চিকিৎসা নিয়েছে। এর মধ্যে ঢাকায়ই নির্যাতনের শিকার হয় সহস াধিক নারী-শিশু। চলতি মাসেও চিকিৎসা নিয়েছে শতাধিক নারী-শিশু। বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সূত্রমতে, চলতি বছরের শুরু থেকে গতকাল পর্যন্ত সারা দেশে ২৫৮ জন ধর্ষণের শিকার হয়েছে। এর মধ্যে জানুয়ারিতে ২২, ফেব্রুয়ারিতে ১৮, মার্চে ২০, এপ্রিলে ৪৩, মে-তে ৪৭, জুনে ৩৭, জুলাইয়ে ৩১ ও আগস্টে ৪০ জন ধর্ষণের শিকার হয়েছে। জানা গেছে, মঙ্গলবার রাতে বিমানবন্দরের হাজি ক্যাম্প এলাকায় পাশবিক নির্যাতনের শিকার হয় এক দিনমজুরের ১১ বছরের মানসিক প্রতিবন্ধী শিশু। শিশুটি এখন ঢাকা মেডিকেলের ওসিসিতে মৃত্যুযন্ত্রণায় কাতরাচ্ছে।