রাজধানীর মোহাম্মদপুরে দায়িত্বরত অবস্থায় একটি বালুবাহী ট্রাকের চাপায় শাহিন মিয়া (২৫) নামে এক ওয়াসাকর্মী মারা গেছেন। মঙ্গলবার ভোর ৫টার দিকে ঢাকা উদ্যানের বি ব্লকের রাস্তায় এ দুর্ঘটনা হয়। এ সময় আরও তিনকর্মী আহত হয়েছেন।
আহতরা হলেন- মো. জুয়েল (২৫), ফরহাদ হোসেন (১৬) ও রমজান আলী (২০)। নিহত শাহিন মিয়া লালমনিরহাট জেলার আদিতমারির মরিচখোসা গ্রামের জালাল উদ্দিনের ছেলে।
হাসপাতালে ওয়াসার প্রকৌশলী মো. সুমন জানান, মঙ্গলবার ভোরে রাস্তা খোঁড়ার কাজ করছিলেন তারা। এ সময় একটি বালুবাহী ট্রাক শাহিন মিয়াসহ চারজনকে চাপা দেয়। পরে আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসাধীন অবস্থায় সকাল ৭টার দিকে শাহিন মারা যান।
এ বিষয়ে মোহাম্মদপুর থানার ওসি জামাল উদ্দীন মীর জানান, এ ঘটনায় ট্রাকটিকে আটক করা হয়েছে। তবে ট্রাক চালক পালিয়ে গেছে। তাকে ধরতে অভিযান চলছে।