রাজধানীতে পথশিশুদের জন্য কুরবানি করল লিডো

0

Lido‘ঈদ আনন্দে ভাসুক সবাই’ এই প্রতিপাদ্যকে ধারণ করে সুবিধাবঞ্চিত পথশিশু ও বাস্তুহারা মানুষজনের মাঝে বরবরের মতো এবারও “ঈদ-খাবার ও কুরবানির গোশত বিতরণ কর্মসূচি” এর আয়োজন করেছে পথশিশুদের কল্যাণে নিয়োজিত স্বেচ্ছাসেবী সংস্থা “লোকাল এডুকেশন এন্ড ইকোনোমিক ডেভেলপমেন্ট অরগানাইজেশন-লিডো”। মুসলিম চ্যারিটি ইউ,কে ও নুরুল ইসলাম ট্রাস্ট এর সহায়তায় আয়োজিত এই বিতরণ কর্মসূচি ঈদের ২য় দিন রায়েরবাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধে অবস্থিত স্কুল আন্ডার দ্য স্কাই এর শিশুদের মাঝে গোশত বিতরনের মধ্য দিয়ে শুরু হয় এবং ঈদের ৩য় দিন পর্যন্ত ধারাবাহিকভাবে বাবুবাজার সেতু শেল্টার, স্থায়ী নিবাস পিস হোম, কমলাপুরের মোবাইল স্কুল, পুনর্বাসিত পথপরিবার ও পরিবারে পুনর্বাসিত শিশুসহ প্রায় ১৫০ জন শিশু ও দুঃস্থ মানুষের মাঝে গোশত বিতরণ করে সংস্থাটি। ঈদের তৃতীয় দিন সদরঘাট টার্মিনালে অবস্থানরত শিশুদের মাঝে কুরবানির গোশত দিয়ে রান্নাকৃত তেহারি বিতরণ করা হয়। উল্লেখ্য, বাংলাদেশে শুধুমাত্র পথশিশুদের জন্য কুরবানি করার এই সংস্কৃতির সূচনা থেকে নিয়ে অদ্যবধি চর্চা করে আসছে এই লিডো পরিবার। ১৫ বছর ধরে পথশিশুদের কল্যাণে নিয়োজিত লিডোর এই আয়োজনে উপস্থিত ছিলেন সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক এডভোকেট মুরশিদা আক্তার কান্তা, সংস্থার নির্বাহী পরিচালক ফরহাদ হোসেন, এরিয়া কো-অরডিনেটর মোহাম্মদ আলী জনি, lido2উপদেষ্টা এডভোকেট মাসুদ হোসেন, ট্রাস্টি বোর্ডের মেম্বার সাবেক জাতীয় ক্রিকেটার মোহাম্মদ হেলালুদ্দিন, ও মুসলিম চ্যারিটির প্রতিনিধিসহ স্থানীয় ব্যক্তিবর্গ ও স্বেচ্ছাসেবীগণ।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More