রাজধানী ঢাকার সকাল পৌনে ৮টা। ভোর ৫টা ১৯ মিনিটে ওঠা সূর্য তখন অনেকটাই বাড়ন্ত। কিন্তু হঠাৎ মেঘে ঢাকা পড়ে সব। ঢাকার রাস্তায় নেমে আসে রাতের আঁধার। গাড়িগুলো জ্বালিয়ে দেয় হেডলাইট। এর কিছুক্ষণেই মধ্যেই নামে ঝম ঝম বৃষ্টি। আধাঘণ্টার সেই বৃষ্টি বলা যেতে পারে ডুবিয়ে দেয় সড়কগুলো। আর তাতেই শুরু ভোগান্তি। বৃষ্টির অনিবার্য সঙ্গী হয়ে ঢাকার রাস্তায় সৃষ্টি হয়েছে তীব্র যানজট। সঙ্গে যানসংকটও। ফলে রাস্তার মোড়ে মোড়ে বৃষ্টিভেজা হয়ে গাড়ির অপেক্ষায় রয়েছে অনেকেই। স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়গামী শিশু-কিশোর-তরুণেরা পড়ে যায় মহা বিপাকে।
কর্মস্থলের উদ্দেশে বের হওয়া নাগরিকরাও পড়েন ভীষণ বিপাকে। তীব্র বৃষ্টিতে যানবাহন স্বল্পতায় অনেকেই বাড়তি ভাড়া গুণে রিকশাযোগে কর্মস্থলের পথে রওনা দেন। আর যাদের রিকশাও জোটেনি তারা কেউ কেউ মাথার উপর ছাউনি না পেয়ে ভিজে কাক হয়েছেন। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানানো হয়, আজ ঢাকা, রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গার ক্ষেত্রেও একই পূর্বাভাস প্রযোজ্য। আজ সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।