ঢাকা: রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষ অভিযানে নাশকতায় জড়িত সন্দেহে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরে সদস্যসহ ১৪ জনকে আটক করা হয়েছে।
রোববার সকালে ডিএমপির গণমাধ্যম শাখা থেকে মুঠোফোনে পাঠানো এক ক্ষুদেবার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তায় বলা হয়, শনিবার সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নাশকতার আশঙ্কায় রাজধানী থেকে বিএনপি-জামায়াত-শিবির ওহিজবুত তাহরীরের ১৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে বিএনপির ১০ জন ও জামায়াতের ১ জন ও হিজবুত তাহরীরের ৩ সদস্য রয়েছে।