রাজধানীমুখি ফরমালিনযুক্ত ট্রাকের সংখ্যা কমছে

0

image_96546_0ঢাকা: রাজধানীমুখি ফরমালিনযুক্ত ট্রাকের সংখ্যা কমছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার বেনজির আহমেদ। বুধবার সন্ধ্যায় রাজধানীতে বিশ্ব সাহিত্য কেন্দ্র আয়োজিত ফরমালিন বিরোধী আন্দোলনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, ‘আমরা সময় দিয়ে ফরমালিন বিরোধী অভিযান শুরু করেছি। ৮ জুন মিডিয়ার মাধ্যমে সবাইকে অবহিত করে ১১ জুন থেকে কার্যক্রম শুরু করেছি, উদ্দেশ্য, ব্যবসায়ীরা যাতে ক্ষতিগ্রস্ত না হয়। আজ পর্যন্ত ৬ দিনে ঢাকা শহরে ৬৯১৭টি ট্রাকের মধ্যে ১৫৬৩ টি ফলবাহী ট্রাক প্রবেশ করেছে। এর মধ্যে ৭৬টি ট্রাকে ফরমালিন পাওয়া গেছে। গত মঙ্গলবার রাতে ৪টি ট্রাকে ফরমালিন পাওয়া গেছে। প্রথম দিনে ১১৮টি ফলবাহী ট্রাকের মধ্যে ১৩টিতে ফরমালিন পাওয়া গিয়েছিল। পরিসংখ্যানে দেখা যায়, ফরমালিনযুক্ত ট্রাকের সংখ্যা কমছে।’

তিনি আরো বলেন, ‘ব্যবসায়ীদেরকে অনুমোদিত পদ্ধতিতে ফল সংরক্ষণের সিদ্ধান্ত নিতে হবে। পশ্চিমা বিশ্বে অনুমোদিত পদ্ধতিতে ফল সংরক্ষণ করা হয়।’

তিনি ব্যবসায়ীদের প্রশ্ন করে বলেন, ‘২৫ লক্ষ ব্যবসায়ীকে ক্ষতিগ্রস্ত করবো নাকি ১৬ কোটি মানুষকে ক্ষতিগ্রস্ত করবো?’

জানা গেছে, বাংলাদেশে ৩৮টি কোম্পানি ফরমালিন আমদানি করে। এ ফরমালিন ৩টি ক্ষেত্রে ব্যবহৃত হয়- আসবাবপত্র, ওষুধ শিল্প, ডিইনফেকটেন্ট এবং হাসপাতালে।

ডিএমপি কমিশনার জানান, সাইনবোর্ডে ফরমালিনমুক্ত খাবারের কথা লেখা থাকে কিন্তু সেখানেও খাদ্যদ্রব্যে ফরমালিন পাওয়া গেছে। পিওর ফুড অর্ডিন্যান্সে ফরমালিন মেশানোর যে কোনো মাত্রাকে অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেন, ‘ঢাকা মেট্রোপলিটন পুলিশ থেকে যে অভিযান পরিচালনা করা হচ্ছে তা সফল হচ্ছে। কিন্তু তা কতদিন চলবে? সুতরাং আমাদের সকলকে এ আন্দোলনে সম্পৃক্ত হতে হবে।’

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদ।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More