রাজধানীর কল্যাণপুরে পোড়া বস্তিতে শুক্রবার সকালে পৌনে ১০টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বস্তির বাসিন্দাদের অভিযোগ উদ্দেশ্য প্রণোদিতভাবে কেউ এই আগুন দিয়েছে ।
ফায়ার সার্ভিস এক কর্মকর্তা জানান, ওই বস্তিতে কে বা কারা আগুন লাগিয়ে দিয়েছে। স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে দুটি ইউনিট তাৎক্ষণিক গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে ঠিক কি পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে তা তিনি জানাতে পারেননি।
বস্তির কমিউনিটি বেসড অর্গানাইজেশনের (সিবিও) সাধারণ সম্পাদক মো. হান্নান আকন্দ বলেন, শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে কে বা কারা বস্তির আট নম্বর অংশে আগুন দেয়। পরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই আগুন লাগানো হয় বলে সন্দেহ করা হচ্ছে।
উল্লেখ্য, ওই বস্তি উচ্ছেদকে কেন্দ্র করে বৃহস্পতিবার পুলিশের সঙ্গে বস্তির বাসিন্দাদের কয়েক দফায় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে কয়েকজন আহত হন। পরে দুপুরে হাইকোর্ট ওই বস্তি উচ্ছেদ কার্যক্রমে তিন মাসের নিষেধাজ্ঞা দিলে আংশিক উচ্ছেদ করেই ফিরে যায় হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট কর্তৃপক্ষ।
Prev Post
Next Post