রাজধানীর গুলিস্তানে ককটেল বিস্ফোরণে শফিকুল ইসলাম (৩০) নামে এক পথচারী আহত হয়েছেন। আজ সোমবার সকাল পৌণে ছয়টার দিকে ওই এলাকার মুক্তিযোদ্ধা ক্লাবের সামনে এ ঘটনা ঘটে। শফিকুল ইসলাম জানান, সকাল পৌণে ছয়টার দিকে তিনি ক্লাবের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এসময় ওখানে কয়েকজন বাকবিতণ্ডা করছিলেন। তখন একটি ককটেল তার সামনে বিস্ফোরিত হয়। এতে তার ডান পাসহ কয়েকটি স্থানে স্প্লিন্টার লাগে। পথচারীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
শফিকুলের বাসা যাত্রাবাড়ী থানার কাজলা এলাকায়। শাহবাগ থানার ওসি রিয়াজুল ইসলাম বলেন, কে বা কার ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি। তবে সেখানে ক্লাবের আধিপত্য নিয়ে আলী ও রফিক নামে দুগ্রুপের বিরোধ রয়েছে। এই বিরোধের জরে ধরে যেকোনো এক গ্রুপ এ ঘটনা ঘটাতে পারে।