পিজি হাসপাতালের সামনে ককটেল বিস্ফোরণ : আহত ১
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ ও হাসপাতালের (পিজি) সামনে ককটেল বিস্ফোরণে এক স্কুল শিক্ষিকা আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। আহত শিক্ষিকার নাম সেলিনা বেগম (৩৪)। তিনি মোহাম্মদপুর গভমেন্ট কমার্র্শিয়াল স্কুলে শিক্ষকতা করেন।
আহত অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে নিয়ে যান অপর এক শিক্ষক। তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যায় বইমেলায় যাওয়ার সময় পিজি হাসপাতালের সামনে ককটেল বিস্ফোরণে সেলিনা আহত হয়েছেন। রাজধানীর খিলগাঁওয়ের উত্তর গোড়ান এলাকার ১৯ নম্বর বাসায় স্বামীর সঙ্গে থাকেন সেলিনা। তার স্বামীর নাম এরশাদ কবির।
হাইকোর্ট ও পল্টন এলাকায় তিনটি ককটেল বিস্ফোরণ
হাইকোর্ট সংলগ্ন এলাকায় কদম ফোয়ারা ও পল্টনের কস্তুরি রেস্টুরেন্টের সামনে তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, কদম ফোয়ারার সামনে তিনটি ককটেল নিক্ষেপ করে একদল যুবক। এরমধ্যে দুটির বিস্ফোরণ ঘটে। আর একটি অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করে নিস্ক্রিয় করা হয়। এদিকে একই সময়ে পল্টনের কস্তুরি হোটেলের সামনেও একটি ককটেলের বিস্ফোরণ ঘটেছে বলে জানায় প্রত্যক্ষদর্শীরা।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে দুটি ককটেল বিস্ফোরণ
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, কয়েকজন দুর্বৃত্ত দূর থেকে দুটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। এসময় পররাষ্ট্র মন্ত্রণালয় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।তবে এ ঘটনায় কেউ হতাহত নেই। পরে ঘটনাস্থলে পুলিশ আসলে পরিস্থিতি শান্ত হয়।
জজকোর্টের সামনে ৬ টি ককটেল বিস্ফোরণ
পুরান ঢাকায় জজকোর্টের সামনে পরপর ৬ টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে জজকোর্টের ফটকের সামনে এ ককটেলগুলোর বিস্ফোরণ ঘটে।