রাজধানীর সেন্ট্রাল রোডের একটি বাসায় বিস্ফোরণে ভাই-বোনসহ তিনজন দগ্ধ হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সকাল আটটার দিকে এ ঘটনা ঘটে। কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
দগ্ধরা হলেন- সাদেকুর নাহার (২৭), ছোট ভাই দেলোয়ার হোসেন (২৬) ও তাদের মামা ফজলুর রহমান (৪৫)। সাদেকুর নাহার নেত্রকোনা সরকারি কলেজের মাস্টার্সের ছাত্রী। দেলোয়ার হোসেন মিরপুর বাঙলা কলেজে মাস্টার্সে পড়ছেন। তাদের গ্রামের বাড়ি নেত্রকোনা। কলাবাগানের ওই বাসায় ভাড়া থাকেন।