রাত ৯.০০ টায় নীলক্ষেত মোড়ে ককটেল বিস্ফোরণ, আহত ৫

0

cocktail_blast_780892179রাজধানীর নীলক্ষেত মোড়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ বিস্ফোরণে পাঁচজন আহত হয়েছেন। তাঁদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শুক্রবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা  হলেন- মুসা রহমান (২৮), আবুল কালাম (৪৫), রাশেদুল ইসলাম (২০), সুমন আহমেদ (২৫) ও রাকিবুল ইসলাম (২০)।
ঢাকা মেডিক্যাল কলেজ সূত্রে জানা যায়, আজ শুক্রবার রাত ৯টার দিকে আহত ওই পাঁচজন নীলক্ষেত মোড়ে একটি চায়ের দোকানের সামনে আড্ডা দিচ্ছিলেন। এ সময় একটি ককটেলের বিস্ফোরিত হয়। এ ঘটনায় কারও হাতে, কারও পায়ে ও কারও পিঠে স্প্লিন্টার বিদ্ধ হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More