চট্টগ্রাম: নগরীর কোতোয়ালী থানার রিয়াজউদ্দিন বাজারে অভিযান চালিয়ে রাজস্ব ফাঁকি দিয়ে চোরাইপথে ভারত থেকে আনা ৩৩৬টি থ্রি-পিস এবং ৩২৪০ পিস ভারতীয় শাড়ী জব্দ করেছে কোস্ট গার্ড।
শুক্রবার সকাল পৌনে ৮টার দিকে এসব জব্দ করা হয়। তবে এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
কোস্ট গার্ড পূর্ব জোন থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে কর্ণফুলী নদীর তীরবর্তী রিয়াজউদ্দিন বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ৩৩৬টি থ্রি-পিস এবং ৩২৪০ পিস ভারতীয় শাড়ী জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য টাকা ৭১ লাখ ৫২ হাজার টাকা। জব্দকৃত মালামাল চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
একটি বিশেষ কুচক্রী মহল সরকারের নির্দিষ্ট কর ফাঁকি দিয়ে ভারত থেকে চোরাইপথে এসব কাপড় চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে এনে গুদামজাত করেছিল বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।