ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে মোহাম্মদপুর-মিরপুরসহ বিভিন্ন স্থান থেকে গণসংযোগে পুলিশের পক্ষ থেকে বাধা দয়ো হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এছাড়া শুক্রবা সকালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মোহাম্মদপুরে ১১ নম্বর সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীর গণসংযোগ থেকে ৭জন সমর্থককে আদাবর থানা পুলিশ আটক করেছে বলে অভিযোগ করেছেন প্রার্থী নিজেই।
আটককৃতরা হলেন, আশরাফুল আলম পাপ্পু, ইমরান হোসাইন, রাশেদ ইসলাম, তারেক, আতাউল্লাহ সামি ও রুহুল আমিন। বাকি দুইজনের নাম জানা যায়নি।
এদিকে সংরক্ষিত মহিলা আসনের প্রার্থী কাওছার জাহান এমন ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, এদিন সকালে আদাবর মনসুরাবাদ এলাকায় শিল-পাটা মার্কার জন্য গণসংযোগ করতে গেলে হঠাৎ করেই সেখান থেকে ৭জন সমর্থককে আটক করে থানায় নিয়ে যায়। এমন আচরন নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নষ্ট করছে বলে দাবী করেছেন কাউন্সলর প্রার্থী কাওছার জাহান। সরকারীভাবে পুলিশকে এসব করানো হচ্ছে বলেও দাবী করেন কাওছার জাহান। সরকারী দলের প্রার্থীর হার নিশ্চিত জেনেই প্রশাসন এমন আইনি বহির্ভুত আচরন করছে বলে অভিযোগ করেন কাউন্সিলর প্রার্থী।
অবিলম্বে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে নির্বাচন কমিশনকে অনুরোধ জানিয়েছেন আওছার জাহান। অন্যদিকে মিরপুরেও নির্বাচনী প্রচারণা চালানোর সময় কয়েকজনকে আটক করার অভিযোগ পাওয়া গেছে।