অর্থ আত্মসাতের অভিযোগে র্যাব-৩-এর কোম্পানি কমান্ডারসহ ১৮ সদস্যকে দায়িত্ব থেকে সরিয়ে নেয়া হয়েছে।
র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ানের (র্যাব) মিডিয়া উইং কমান্ডার এটিএম হাবিবুর রহমান রোববার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, র্যাব-৩-এর অপরাধ প্রতিরোধ কোম্পানি (সিপিসি) ৩-এর কমান্ডার মেজর আলী আহসানসহ ওই কোম্পানির সব সদস্যকে দায়িত্ব থেকে সরিয়ে র্যাব সদরদপ্তরে সংযুক্ত করা হয়েছে।
এদিকে র্যাবের মহাপরিচালক মোখলেছুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেছেন, “নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে র্যাবের ১৮ সদস্যকে দায়িত্ব থেকে সরিয়ে র্যাব সদরদপ্তরে সংযুক্ত করা হয়েছে।”
তবে নাম প্রকাশে অস্বীকৃতি জানিয়ে র্যাবের অন্য এক কর্মকর্তা বলেন, “কিছু অভিযোগের ভিত্তিতে তাদের প্রত্যাহার করা হয়েছে।”
এর আগে ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র ডিএমপি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রকাশিত প্রতিবেদনের মহানগর পুলিশ বলেছে, র্যাব-৩ এর সিপিসি-৩ এর একটি দল গত শুক্রবার কুমিল্লা থেকে ৪ ব্যক্তিকে আটক করে। এসময় তাদের কাছে দেড় লাখ টাকা ছিল। কিন্তু জব্দ তালিকায় দেখানো হয় ৬০ হাজার টাকা। অবশিষ্ট ৯০ হাজার টাকা তারা ভাগ বাটোয়ারা করে নেয়।
এ ঘটনায় আটকদের পরিবারের সদস্যরা র্যাব সদরদপ্তরে অভিযোগ করে। এরপর বাহিনীটির নিজস্ব তদন্তে ঘটনার সত্যতা বেরিয়ে আসে বলে জানায় ডিএমপি।