না ফেরার দেশে চলে গেলেন সেরাকণ্ঠ খ্যাত সঙ্গীত শিল্পী খেয়ালী কর্মকার। ২০১০ সালে চ্যানেল আই সেরাকণ্ঠের মাধ্যমে সঙ্গীতাঙ্গনে পদার্পণ করেন তিনি। সেরা কণ্ঠের সেবারের আয়োজনে দ্বিতীয় রানারআপ হয়েছিলেন এই সঙ্গীতশিল্পী।
গত ১৮ ডিসেম্বর সকাল সাড়ে এগারোটায় পৃথিবীর মায়া ত্যাগ করেন এই সুকণ্ঠী গায়িকা। এতে শোকের ছায়া নেমে এসেছে গোটা সঙ্গীতাঙ্গনে।
জানা যায়, ১৬ ডিসেম্বর রাতে মালিবাগের চৌধুরীপাড়ার বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন খেয়ালী। এ সময় তার শ্বাসকষ্ট হচ্ছিলো। এরপর তাকে দ্রুত হলি ফ্যামিলি হাসপাতালে নেওয়া হয়। সেখানে খেয়ালীর শারীরিক অবস্থার অবনতি হয়। অন্য কোথাও স্থানান্তর করার পরিকল্পনা চললেও ১৮ ডিসেম্বর দুপুরে তার আকস্মিক মৃত্যু হয়। চিকিৎসকরা জানান, খেয়ালীর মৃত্যু হয়েছে হৃদরোগে আক্রান্ত হয়ে। শুক্রবারই ঢাকার রাজারবাগ কালীবাড়ি শ্মশানঘাটে খেয়ালীর শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
মুন্সীগঞ্জের মেয়ে খেয়ালী কর্মকার। চার বছর বয়স থেকে গানের দীক্ষা নিয়েছেন তিনি। তার গানের ওস্তাদ বাবা গৌরাঙ্গ কর্মকারই। ছোটবেলা থেকেই গানের প্রতি আগ্রহের কারণে ছায়ানটেও ভর্তি হন খেয়ালী।