চেয়েছি একজন মডেল হতে কিন্তু কিভাবে হবো? ভয় লাগে। যেভাবে মিডিয়ার কথা শুনছি, নিজেকে কিভাবে সেখানে সেভ করে সেট করবো? তা নিয়ে চিন্তিত। সকলেই নিজেকে নিয়ে ভাবে, প্রতিষ্ঠিত করতে চায় তবে সকলের আলাদা দিক থাকে তেমনি আমার দিক ছিল মডেলিং। দিনে দিনে সকল ক্ষেত্রেই প্রতিদ্দন্দিতা বাড়ছে। বর্তমান সময়ে মডেলিং একটা বড় ব্যাবসাও হয়ে দাঁড়িয়েছে। সেখানে মডেলিং করতে হাজার হজর মডেল আছে, চাচ্ছে মডেল হতে। তবে তাদেরকে তাদের শরীর দিয়ে স্থান পেতে হচ্ছে। বিভিন্ন ভাবে তরুণীরা তাদের সর্বস্ব হারিয়ে নিজের ক্যারিয়ার গড়ছে মডেলিংএ। এভাবে করে ধ্বংস হতে যাচ্ছে আমাদের মিডিয়া জগত। নারীদের সম্মান হারিয়ে টিকে থাকতে হয় মিডিয়ায়। এর মধ্যে আমি এগতে সাহস করছিনা। তবে ভালো স্থান পেলে ধীরে ধীরে কাজ চালিয়ে যাবো।