সম্প্রতি এক জরিপে উঠে এসেছে পরকীয়ায় সেরা দশটি দেশের নাম। ম্যাচ.কম এবং দ্য রিচেস্ট এর তথ্য ব্যবহার করে স্ট্যাটিস্টা নতুন এই জরিপের ফলাফল প্রকাশ করেছে।
প্রকাশিত তথ্যে দেখা গেছে, পরকীয়ার শতকরা হিসেবে সবচাইতে বেশি এগিয়ে আছে থাইল্যান্ড এবং দেশটির প্রতি ১০০ জন বিবাহিত মানুষের মধ্যে ৫৬ জনই পরকীয়া করে। প্রকাশিত তালিকায় থাইল্যান্ডের পরের ৯ টি দেশই হচ্ছে ইউরোপের। এরমধ্যে জার্মানি ও ইতালি, বেলজিয়াম ও নরওয়ে এবং ফিনল্যান্ড ও যুক্তরাজ্যের বাসিন্দাদের পরকীয়ার পরিমান শতকরা হিসেবে সমান।