বিএনপি কোন নিষিদ্ধ আন্ডারগ্রাউন্ড পার্টি নয়: ডিএমপি কমিশনারকে বললেন বিএনপি নেতৃবৃন্দ

0

বিভিন্ন বাড়ির পারিবারিক অনুষ্ঠান ও হোটেলে অনুষ্ঠান থেকে বিএনপি নেতাকর্মীদের গ্রেফতারের বিষয়ে প্রতিবাদ জানিয়েছে বিএনপি। ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধি দল প্রতিবাদ জানান। এসময় প্রতিনিধি দল ঢাকা মহানগর পুলিশ কমিশনারের উদ্দেশ্যে বলেন, বিএনপি কোন নিষিদ্ধ আন্ডারগ্রাউন্ড সংগঠন বা রাজনৈতিক দল নয় যে, বাড়িতে ও রেস্টুরেন্টে সভা-সমাবেশ করতে পারবে না। বিএনপি দেশে বৃহত্তম একটি রাজনৈতিক দল। সুতরাং পারিবারিক অনুষ্ঠান ও হোটেলে কোন অনুষ্ঠান থেকে বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার যেন না করা হয়।

বৃহস্পতিবার (২৩শে মার্চ) বেলা ১১টায় বিএনপি প্রতিনিধি দল ডিএমপি কার্যালয়ে যান । এসময় তারা ঢাকা মহানগর পুলিশ কমিশনারের সাথে প্রায় ৪০ মিনিট বৈঠক করেন। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপি নেতারা।

ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম বলেন, ঢাকা মহানগরে আমাদের নেতাকর্মীদের বাসায় গিয়ে পুলিশি হয়রানি ও গ্রেপ্তার করা হচ্ছে। এ বিষয়গুলো ডিএমপি কমিশনারকে অবহিত করেছি। পাশাপাশি কি কারণে গ্রেফতার হচ্ছে সেটা নিয়ে আলোচনা করেছি।

তিনি বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক দল, বিএনপি আন্ডারগ্রাউন্ড পার্টি না যে বিএনপির কোনো বাড়িতে বা কোনো রেস্টুরেন্টে সভা করতে পারবে না। বিএনপি বাংলাদেশের সর্ব বৃহত্তম রাজনৈতিক ও গণতান্ত্রিক দল। এটা আমরা ডিএমপি কমিশনারকে অবহিত করেছি। এভাবে যেন গ্রেপ্তার করা না হয়। পাশাপাশি আমরা যেটা বলেছি, গ্রেপ্তার করার পর সরকার মহল থেকে বলা হয়, তার বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল। সম্পূর্ণ এটা সত্য কথা না।

তিনি আরো বলেন, দেখা গেছে ইতোমধ্যে আমাদের যে নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে, তারা সবাই জামিনে আছেন। যে সমস্ত মামলা সরকার অবৈধভাবে অন্যায়ভাবে দিয়েছে, তারপরও সেগুলো মামলার হাইকোর্ট ও জজকোর্ট থেকে জামিন নেওয়া হয়েছে।

আব্দুস সালাম বলেন, সরকার গণতন্ত্রের কথা বলছে, রাজনৈতিক সুযোগ-সুবিধার কথা বলছে। আর এখন নির্বাচনকে সামনে রেখে বিএনপিকে কাবু করার জন্য, বিএনপিকে ঘরে ঢুকানোর জন্য, তারা বিএনপি নেতা, সংগঠককে বেছে বেছে, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তার করবে এটা হতে পারে না। এটার আমরা প্রতিবাদ করেছি।

তিনি বলেন, আমরা নির্বিঘ্নে ইফতার মাহফিলগুলো করতে চাই। এ ব্যাপারে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে যতটুকু পুলিশের সহযোগিতা দরকার। সেই সহযোগিতা আমরা চাই। কোথাও যাতে অন্যায়ভাবে কোন গ্রেপ্তার না হয়, সে ব্যাপারে ডিএমপি কমিশনারের দৃষ্টি আকর্ষণ করেছি। আমরা তার কাছ থেকে নিরপেক্ষ আচরণ আশা করি, সেটা তাকে বলেছি।

ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেন, ডিএমপি কমিশনার সাহেব খুব আন্তরিকতার সহকারে বলেছেন, আপনারা আমাদের অবহিত করবেন। কোনো সমস্যা হবে না। সেটা তিনি দেখবেন। গ্রেপ্তারের ব্যাপারেও বলেছেন, আমরা শুনেছি, জেনেছি। আমরা এ ব্যাপারে দেখব ভবিষ্যতে যেন এমন না হয়। সেটাও তিনি বলেছেন।

তিনি বলেন, সার্বিক ব্যাপারে আমরা সব তুলে ধরেছি। ডিএমপি কমিশনার আমাদেরকে আশ্বস্ত করেছেন। এ বিষয়গুলো তিনি দেখবেন এবং দেখার ব্যবস্থা করবেন।

বৈঠকে বিএনপির পাঁচ প্রতিনিধি দলে ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমানউল্লাহ আমান, দক্ষিণের আহবায়ক আব্দুস সালাম, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, দক্ষিণের সদস্য সচিব আমিনুল হক ও উত্তরের সদস্য সচিব রফিকুল আলম মজনু।

উৎসঃ   আমার দেশ
Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More