তীব্র বিক্ষোভের মুখে লন্ডনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

0

13255995_1590928404532631_7452521602808721422_nবিশেষ প্রতিনিধি, লন্ডনঃ যুক্তরাজ্য বিএনপি ও বিরোধীজোটের নেতাকর্মীদের তীব্র বিক্ষোভের মুখে রবিবার লন্ডনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

লন্ডন সফরকে কেন্দ্র করে ওয়েস্টমিনিস্টারের তাজ হোটেলের সামনে রবিবার ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্য বিএনপি ও এর অঙ্গসংঠনের তীব্র প্রতিবাদের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাজ হোটেলের সামনের গেইট দিয়ে না ঢুকে বিকল্প ব্যবস্থায় হোটেলে প্রবেশ করেন বলে জানা গেছে।

শেখ হাসিনার গাড়িবহর ওয়েস্টমিনিস্টারের তাজ হোটেলের সামনে দিয়ে যাওয়ার সময় আন্দোলনকারীরা শেখ হাসিনার বিরুদ্ধে মুহুর্মুহু শ্লোগান দিতে থাকে। এ সময় যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা শেখ হাসিনার গাড়িবহর লক্ষ্য ডিম ও পানির বোতল নিক্ষেপ করে।

বাংলাদেশে অব্যাহত মা13173974_1590928361199302_1177052668834397148_nনবাধিকার লঙ্ঘন, গুম, হত্যা, হামলা, মামলা, বিচারবহির্ভূত হত্যাকান্ড ও বিচারিক হত্যাকান্ডের বিরুদ্ধে যুক্তরাজ্য বিএনপি এ প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে। প্রতিবাদকারীরা হাসিনার পতন দাবি করে শ্লোগান দিতে থাকে। এছাড়াও, বিভিন্ন ব্যঙ্গ বিদ্রুপ পূর্ণ ফেস্টুন, প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়।

বিক্ষোভ কর্মসূচী প্রসঙ্গে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক জানান, “বাংলাদেশের অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যে কোনো মূল্যে প্রতিহত করা হবে। গণতান্ত্রীক দেশ বৃটেনে কোনো স্বৈরাচারের জায়গা হবেনা। যেখানেই হাসিনা সেখানেই প্রতিরোধ এই মর্মে শপথ নিয়ে কর্মসূচী সফল করা হবে বলে উল্লেখ করেন তিনি।”

13231247_1362434987106144_675045925_n

প্রতিবাদ কর্মসূচিতে যুক্তরাজ্যের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার নেতাকর্মী যোগ দেয়। বিক্ষোভ কর্মসূচিতে সংহতি প্রকাশ করে অংশগ্রহণ করে যুক্তরাজ্য প্রবাসী অনেক জামায়াত সমর্থকরাও। ইউরোপ জামায়াতের মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লার নেতৃতে বিপুল সংখ্যক জামায়াত সমর্থকরাও এতে অংশগ্রহণ করে। তাঁরা তাদের আমীর মাওলানা মতিউর রহমান নিজামীর ফাঁসির নামে হত্যাকান্ডের বিরুদ্ধেও শ্লোগান দেয়। মাওলানা নিজামীর ছবি সম্বলিত ব্যানার ও ফেস্টুন উঁচু করে তাঁরা এই হত্যাকাণ্ডের প্রতিবাদ জানায়।

এদিকে বুলগেরিয়ায় অনুষ্ঠেয় গ্লোবাল উইমেন লিডারস ফোরামে যোগ দিতে ইউরোপের পথে রওনা হয়ে লন্ডন পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাজ্যে দুদিন অবস্থান করে বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় যাবেন শেখ হাসিনা। সেখানে বুধ থেকে শুক্রবার অনুষ্ঠেয় উইমেন লিডারস ফোরামে অংশ নেবেন তিনি। রবিবার সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে লন্ডনের পথে রওনা হন প্রধানমন্ত্রী। বাংলাদেশ সময় রাত ৯টায় (লন্ডন সময় বিকাল ৪টা) তিনি লন্ডন পৌঁছান। হিথরো বিমানবন্দরে শেখ হাসিনাকে স্বাগত জানান তার ছেলে ও তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার আবদুল হান্নান। জয় যুক্তরাষ্ট্র থেকে যুক্তরাজ্যে গেছেন। শেখ হাসিনার সঙ্গে তার বোন শেখ রেহানার ছেলে রিদওয়ান মুজিব সিদ্দিক ববি রয়েছেন। বিমানবন্দরের বাইরে আওয়ামী লীগের নেতা-কর্মীরা জড়ো হয়ে শেখ হাসিনাকে স্বাগত জানান।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More