পৃথিবীর নানা প্রান্তে আছে নানান ধরেনের ফ্যান। কেউ সাদা আর কেউ লাল আর কেউবা কালো। নানা ধরনের খেলা নিয়ে আছে নানান ধরনের উন্মাদনা। কেউ বা নেচে গেয়ে আর কেউবা ভিন্ন ধরনের পোশাক পড়ে উন্মাদনা প্রকাশ করেন।
আজ রাত দুইটায় আরম্ভ হবে ব্রাজিল ও ক্রোয়েশিয়ার মধ্যকার ম্যাচ দিয়ে ফুটবল বিশ্বকাপ ২০১৪। এটি হবে ২০-তম আসর হবে বিশ্বকাপ ফুটবলের।পৃথিবীর নানা প্রান্তের দেশে আছে ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, ইতালি ইত্যাদি দেশের ফ্যান। আর সব দেশের মত আমাদের দেশে সবচেয়ে বেশী ফ্যান হল ব্রাজিল ও আর্জেন্টিনার।
মেসি, নেইমার ও রোনালদোদের খেলা দেখবে লাখো কোটি ভক্ত। আমাদের দেশে আছে লাখো কোটি ভক্তের পতাকা মিছিল।আর নাচে গানের উন্মাদনা। সবার চোখ থাকবে টিভি পর্দায়। এক সময় শেষ হবে ফুটবল বিশ্বকাপ২০১৪, হয়ত বিশ্বকাপ জেতে নিবে ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি অথবা ইতালি। একটি প্রশ্ন থেকে যাবে, বাংলাদেশ ফুটবলের এই অবস্থা কি কখনো দূর হবে?
আর এইসব ফ্যানদের উন্মাদনার শেষ কোথায়?