এ যেন এক চোখ ধাঁধানো ঘটনা। কল্পনা কখন বাস্তব হয় জানা নেই। বিস্ময়কর বিষয়টি যেন সোনার পাথর বাটি। স্লোভাকিয়ার ২৮ বছরের ওই মহিলা লেনকা টানের অদ্ভুত সাফল্য, জলের ওপর দিয়ে ভেসে ভেসে হেঁটে, চলে, ছুটে বেড়ান তিনি। সাধারণত আমরা জানি আমরা মাটির উপর দিয়ে হাঁটি, জলে সাঁতারও কাটি। তবে ওই তরুনী জলের মধ্যে স্বাচ্ছন্দ্যে হেঁটে গোটা বিশ্বকে অবাক করে দিয়েছেন।
তবে লেনকা নিজেই তাঁর রহস্য ভেদ করেছেন। জানালেন, জলে হাঁটা তাঁর বহু বছরের অভ্যাসের ফল। প্রায় কুড়ি বছর ধরে অক্লান্ত পরিশ্রমের পর ওই তরুণী সাফল্য পেয়েছেন। তিনি এও জানালেন, কাজটা মোটেও কঠিন নয়। তাহলে অভ্যাসে সবই সম্ভব?