আফগানিস্তানের বিপক্ষে ৬৩ রান করে প্রথম বাংলাদেশি হিসেবে চার হাজার রানের মাইল ফলকে পৌঁছেছেন। পরে বল হাতে নিয়েছেন দুই উইকেট। ব্যাটিং-বোলিংয়ে উজ্জ্বল পারফরম্যান্সের পর সাকিবের চোখ এখন সামনের ম্যাচে।
ম্যাচ শেষে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে সাকিব বলেন, ‘বোলিং ও ব্যাটিংয়ে দারুন পারফরম্যান্সের সুবাদে বাঘেরা বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে পেলো সহজ এক জয়। গোটা বিশ্বকাপ জুড়েই আমরা এমন পারফরম্যান্স চাই। সকল মনোযোগ এখন সামনের ম্যাচকে ঘিরে।’
আগামী ২১ ফেব্রুয়ারি ব্রিসবেনে স্বাগতিক অস্ট্রেলিয়ার মোকাবেলা করবে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে বুধবার ক্যারিয়ারের ২৭ তম ওয়ানডে হাফ সেঞ্চুরি করেন সাকিব। পাশাপাশি ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে মাত্র ১২তম অলরাউন্ডার হিসেবে চার হাজার রান ও দেড় শতাধিক উইকেট শিকারীদের তালিকায় ঢুকে পড়লেন তিনি।