বিশ্বকাপ ফুটবল বলতেই অনেকে বোঝেন পেলের ব্রাজিল। যার প্রভাব আমাদের শোবিজ অঙ্গনে হরহামেশাই দেখা যায়। আর বিশ্বকাপের আমেজে তো কথাই নেই। অনেক তারকাই ব্রাজিলের খেলা দেখার জন্যে মুখিয়ে আছেন। কেউবা একটু আগ বাড়িয়ে একটা জার্সিও কিনে ফেলেছেন। অতপর ফটোশ্যুট কিংবা সেল ফোনে সেলফি তুলে ফেসবুকে প্রকাশ করছেন। কিন্তু সবার মনেই একটা উত্তেজনা কাজ করছে। আজ রাতে ব্রাজিল কেমন খেলবে, কয়টা গোল দেবে কিংবা আগের ম্যাচের মতো সবাইকে হতাশ করে মাঠ ছাড়বে নাকি? ব্রাজিল ভক্ত তারকাদের মুখ থেকেই শুনুন ব্রাজিল কাহন।
বড় ব্যবধানেই জয় লাভ করবে: মৌসুমী
বিশ্বকাপ ফুটবল বলে কথা, তাই ব্যস্ততার মাঝেও সবগুলো ম্যাচ দেখার চেষ্টা করি। তবে ব্রাজিলের খেলা কখনও মিস করিনা। তাই আজও রাত জেগে ব্রাজিলের খেলা দেখবো। বিশেষ করে ক্যামেরুনের বিরুদ্ধে নেইমারের জাদু দেখার অপেক্ষায় আছি। আশা করছি আজকের ম্যাচে বড় ব্যবধানেই জয় লাভ করবে ব্রাজিল।
ব্রাজিল সমর্থকদের জন্যে শুভ কামনা: অপু বিশ্বাস
স্বাভাবিক ভাবেই আমার প্রিয় দল ব্রাজিল। আর ব্রাজিলের খেলা মানেই ভিন্ন রকম উত্তেজনার পাশাপাশি ছন্দময় খেলা। তবে প্রতিপক্ষ দল যদি শক্তিশালী হয়, তবে খেলার আনন্দটা দ্বিগুণ হয়ে যায়। আশা করছি আজকের ম্যাচে ব্রাজিল ফেভারিটদের মতোই খেলবে। ব্রাজিল সমর্থকদের জন্যে শুভ কামনা রইলো।
সমর্থকদের আশা পূরণের দিন আজ: মোশাররফ করিম
আগেই বলেছি আমার প্রিয় খেলোয়ার মেসি হলেও, প্রিয় দল কিন্তু ব্রাজিল। তাই আজও রাত জাগতে হবে। প্রিয় দলের জয় দেখে ঘুমাতে যাবো। আজকের ম্যাচটা ব্রাজিলের জন্য গুরুত্বপূর্ণ। কারণ আগের দুই ম্যাচের একটিতে জয় লাভ করলেও, অন্যটিতে ড্র করেছে তারা। তাই সমর্থকদের আশা পূরণের দিন আজ।
ভালোভাবে খেলেই জিতবে: মিম
লাতিন ফুটবলের দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনার খেলা মানেই আলাদা উত্তেজনা। তাই আজকের খেলাটাও মিস করবো না। কারণ এতো রাতে কোনো শ্যুটিং নেই। আশা করছি আজ ব্রাজিল ভালোভাবে খেলেই জিতবে। যদিও শেষ ম্যাচটাতে ড্র করেছিলো।