শিশুদের কল্যাণে আগে থেকেই নিবেদিত প্রান সাকিব আল হাসান। ২০১৩ সালে ইউনিসেফের শুভেচ্ছা দূতও নির্বাচিত হয়েছিলেন তিনি। এছাড়া মাঝে-মধ্যেই সময়-সুযোগ পেলে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করতে দেখা যায় সাকিবকে। এবার নতুন করে জানা গেল, মানবতার কল্যাণে সাকিবের নতুন এক উদ্যোগের কথা। সুবিধাবঞ্চিতদের জন্য ‘সাকিব ফাউন্ডেশন’ করতে যাচ্ছেন তিনি।
বিশ্বসেরা এই অলরাউন্ডার রেস্টুরেন্ট উদ্বোধনের সময়ই জানান, যমুনা ফিউচার পার্কে তার যে কসমেটিক্স শো রুম রয়েছে, কসমিক জাভিয়ান নামে সেখান থেকে প্রাপ্ত লভ্যাংশের একটা অংশ ব্যায় করেন সুবিধাবঞ্চিতদের জন্য।
শুধু তাই নয়, সাকিব ডাইন’স থেকে প্রাপ্ত লভ্যাংশেরও একটা অংশ ব্যয় করা হবে একই উদ্দেশ্যে। তিনি বলেন, ‘যমুনা ফিউচার পার্কে কসমিক জাভিয়ানোর লাভের একটি অংশ সুবিধাবঞ্চিতদের জন্য ব্যবহার করা হয়। এখান (রেষ্টুরেন্ট) থেকে আমার একটা ইচ্ছা আছে সাকিব আল হাসান ফাউন্ডেশন করার। লাভের একটি অংশ সুবিধাবঞ্চিতদের জন্য ব্যায় করার ইচ্ছা থেকেই এটি করা। এছাড়া এই ধরণের মানুষদের মাসে একবার হলেও সকালের নাস্তা কিংবা দুপুরের খাওয়ানোর ইচ্ছা রয়েছে। অনেকের ইচ্ছা থাকলেও কিছু আয়োজন করার সামর্থ্য নেই; কিন্তু আমার এখান থেকে তাদের জন্য আয়োজনের করার ব্যবস্থা করবো।’