জমে উঠেছে কলকাতার আন্তর্জাতিক বইমেলা। আজ মঙ্গলবার মেলার সপ্তম দিন। গত দুই বছর ধরে ফেব্রুয়ারির ২ তারিখে বই মেলায় বাংলাদেশ দিবস উদযাপন করে আসছে মেলার আযোজক পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্শ গিল্ড। এ কারণে বাংলাদেশ দিবসের আগে থেকেই মেলায় বাংলাদেশের প্যাভিলিয়নে ভিড় বাড়তে শুরু করে। এবারও এর ব্যতিক্রম হয়নি।
গতকাল সোমবার মেলায় গিয়ে দেখা যায় প্যাভিলিয়নের মধ্যে বাংলা একাডেমি, ইসলামী ফাউন্ডেশন, জ্ঞানকোষ, অনন্যা প্রকাশনী, বিজয় কিংবা শিশু একাডেমির স্টলে পাঠকের সরব উপস্থিতি। কলকাতার ৪০তম আন্তর্জাতিক বইমেলায় এবার বাংলাদেশ প্যাভিলিয়ন দেওয়া হয়েছে ঢাকার বাংলা একাডেমির বর্ধমান হাউজের আদলে। গতকাল সোমবার ছিল মেলার ষষ্ঠ দিবস। দশ দিনের এ মেলার আর মাত্র চার দিন বাকি। তাই শেষ মুহূর্তে বাংলাদেশের প্যাভিলিয়ন ছাড়াও মেলার থিম কান্ট্রি বলিভিয়ার প্যাভিলিয়নেও ভিড় রয়েছে চোখে পড়ার মতো।
কলকাতা বইমেলায় বাংলাদেশ প্যাভিলিয়ন ছাড়াও অনেক প্রকাশনীর স্টলে বাংলাদেশের লেখক-সাহিত্যিকদের লেখা বই পাওয়া যাচ্ছে। সব মিলিয়ে এবারও হুমায়ূন আহমেদের বই ভালো বিক্রি হচ্ছে। বই বিক্রির তালিকায় শীর্ষে রয়েছে দুই বাংলার জনপ্রিয় কথাসাহিত্যিক ও কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলনের লেখা বইও। এবার কলকাতা বইমেলায় প্রকাশিত হতে যাচ্ছে আরেক কথাসাহিত্যিক মোস্তফা কামালের লেখা কিছু বইও।
বাংলা একামেডির স্টলে বিক্রেতা রফিকুল ইসলাম জানান, এবার মেলায় বিবর্তনমূলক বাংলা ও আরবি ভাষার অভিধানের চাহিদা তুঙ্গে। এ ছাড়া বাংলা সন ও পঞ্জিকা ইতিহাস বইটিও হট কেকের মতো বিক্রি হচ্ছে। বরাবরই বাংলা একাডেমির যে কোনো ধরনের অভিধানের চাহিদা রয়েছে কলকাতায়। তাই মেলার শুরুর কয়েক দিনের মধ্যে কিছু অভিধান বিক্রি শেষ হয়ে গেছে বাংলা একাডেমির স্টলে।
অনন্যা প্রকাশনীর মনিরুজ্জামান বাবলু জানান, এবার কলকাতা বইমেলার জন্য নতুন করে দশটি বই প্রকাশিত হয়েছে। সবগুলো বই ভালো চলছে। তবে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে হুমায়ূন আহমেদ ও ইমদাদুল হক মিলনের বই। বাংলাদেশ প্যাভিলিয়নে এবার ৪০টি স্টল বসেছে। এর মধ্যে বিদ্যাপ্রকাশ, ভাষা চিত্র, অনিন্দ প্রকাশ, মাওলা ব্রাদ্রাস, কাকলি প্রকাশনী, অবসর প্রকাশনী, মদীনা পাবলিকেশন, সংঘ প্রকাশ এবং অন্য প্রকাশের স্টলগুলো তাদের প্রকাশিত বই নিয়ে সাজিয়েছে। এ ছাড়া সরকারি প্রকাশনীর মধ্যে শিশু একাডেমি, জাতীয় গ্রন্থকেন্দ্র, ইসলামী ফাউন্ডেশন ছাড়াও বাংলা একাডেমিও মেলায় স্টল বসিয়েছে।
কলকাতা বইমেলার বাংলাদেশ দিবস উপলক্ষে আজ দুপুরে মেলা প্রাঙ্গণে নানা আয়োজন করেছে মেলার আয়োজক পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড এবং কলকাতার বাংলাদেশ উপদূতাবাস যৌথভাবে। আজ দুপুরে মেলার অডিটেরিয়ামে ‘বাঙালিয়ানা ও বৈশ্বিকতা’ শীর্ষক এক সেমিনারে সভাপতিত্ব করবেন বাংলাদেশের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব আকতারী মমতাজ। ওই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশের সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন পশ্চিমবঙ্গের পর্যটক বিষয়কমন্ত্রী নাট্যকার ব্রাত্য বসু। কলকাতার বাংলাদেশ উপদূতাবাসের উপরাষ্ট্রদূত জকি আহাদও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
গত ২৫ জানুয়ারি কলকাতা বইমেলার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তবে ২৭ জানুয়ারি থেকেই সাধারণের জন্য মেলা খুলে দেওয়া হয়। কলকাতা বইমেলায় ছোটবড় মিলিয়ে প্রায় ৮০০ স্টল রয়েছে। বাংলাদেশ, বলিভিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ছাড়াও ১৪টি দেশ মেলায় অংশ নিচ্ছে। এ ছাড়া পৃথিবীর শীর্ষস্থানীয় প্রায় সব প্রকাশনী সংস্থার স্টল বসেছে কলকাতার এ আন্তর্জাতিক বই উৎসবে।