প্রবীণ সাংবাদিক শফিক রেহমানের মুক্তির দাবীতে ফ্রান্সে প্রতিবাদ সভা

0

67890বিশেষ প্রতিনিধি (প্যারিস) ফ্রান্সঃ প্রবীণ সাংবাদিক শফিক রেহমান কে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রতিবাদ সভা করেছে জাতীয়তাবাদী নাগরিক মুক্তি পরিষদ ফ্রান্স। সোমবার প্যারিসের একটি রেষ্টুরেন্টে সংগঠনের আহবায়ক শামিমা আক্তার রুবীর সভাপতিত্বে এবং গোলাম রসুল রুবেলের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন ফ্রান্স বিএনপির সাধারন সম্পাদক এম এ তাহের। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফ্রান্স বিএনপির সহ সভাপতি অধ্যাপক তাসলিম উদ্দিন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ওমর গাজী, কৃষি গবেষক ডক্টর মোহাম্মদ কামরুল হাসান, প্রকৌশলী এম শরিফুল ইসলাম, বদরুল হাসান, আল আমিন, কাজি শাহিন ও সাঈদ আহম্মেদ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ফ্রান্স বিএনপির সাধারণ সম্পাদক এম এ তাহের বলেন, শফিক রেহমান সত্য উচ্চারণে অবিচল ও সাহসী এক কলমযোদ্ধা। সে কারণে সরকার তাঁকে কবজা করতে না পেরে মিথ্যা অযৌক্তিক অভিযোগে তাকে গ্রেফতার করেছে । এটি সরকারের চরম স্বেচ্ছাচারিতারই বহিঃপ্রকাশ। তিনি আরও বলেন, সরকারের অনাচার ও ব্যর্থতার বিরুদ্ধে অবিচল নির্ভয়ে লিখে যাওয়ার কারণে তারা শফিক রেহমানকে গ্রেফতার করা হয়েছে। বক্তারা অবিলম্বে শফিক রেহমানসহ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তির জোর দাবী জানান।

সংগঠনের আহবায়ক শামীমা আক্তার রুবী বলেন, দেশে কথা বলার স্বাধীনতা নেই, লেখার স্বাধীনতা নেই। শফিক রেহমানের মতো একজন গুনি মানুষকে গ্রেফতারের মাধ্যমে সরকার আবাও প্রমাণ করলো দেশের কোনো মানুষই নিরাপদ নয়। শুধু মাত্র এই অবৈধ প্রধানমন্ত্রীর ছেলের অপকর্ম ঢাকতেই ৮৩ বছর বয়সী শফিক রেহমানের বিরোদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়েছে । তিনি অবিলম্বে শফিক রেহমান, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান এবং শওকত মাহমুদসহ সকল সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারসহ নি:শর্ত মুক্তির দাবি জানান ।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বদরুল ইসলাম, লুতফুর রহমান, ফারজানা আফরোজা, মনিরুল হক, সাইদুল ইসলাম লিটন, তছলিমা আক্তার, সজিব, এমরান হোসেন, আং রহিম খান প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More