দি বার্তা, ব্রাসেলস : বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে জাভেনতেম বিমানবন্দরের বিস্ফোরণে ভাগ্যগুণে বেঁচে গেছেন বাংলাদেশি যুবক ইকবাল হোসেন বাবু। তিনি বেলজিয়াম বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন বলে জানা গেছে। বিমানবন্দরে দুই দফা বিস্ফোরণে ২৩ জন নিহত হয়েছেন, আহত আরো বেশ কয়েকজন।
মঙ্গলবার (২২ মার্চ) স্থানীয় সময় সকাল ৮টার (বাংলাদেশ সময় দুপুর ১টা) দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় বিমান বন্দরে অপেক্ষায় ছিলেন ইকবাল হোসেন বাবু। তিনি জানান, মনে হচ্ছিল ভূমিকম্প হচ্ছে। টার্মিনাল ভবনের নড়াচড়া অনুভব করা যাচ্ছিল। বিমানবন্দরে উপস্থিত লোকজন প্রাণভয়ে ছুটোছুটি শুরু করেছিলেন। তিনি আরো জানান, প্রথমে কিছু বোঝা যায়নি। মুলত আমেরিকান এয়ারলাইন্সের চেক-ইন ডেস্কের দিক থেকেই বিস্ফোরণ দু’টির শকওয়েভ ছুটে আসে অপেক্ষারতদের দিকে। আমার পাশেই কতগুলো মানুষের প্রাণ যেতে দেখলাম। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিগুলোতে দেখা যায়, বিস্ফোরণের ফলে টার্মিনালের জানলার কাচগুলো টুকরো টুকরো হয়ে চারদিকে ছড়িয়ে পড়েছে।
সি এন এন এর খবরে বলা হয়েছে, বিস্ফোরণে অন্তত ২৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অনেকে। গত ১৮ মার্চ প্যারিস হামলার মূল সন্দেহভাজন সালেহ আব্দেসালামকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করে বেলজিয়াম পুলিশ। এরই চারদিনের মাথায় এ বিস্ফোরণের ঘটনা ঘটলো।
একে আত্মঘাতী হামলা বলে ধারণা করা হচ্ছে। বেলজিয়াম কর্তৃপক্ষ জনগণকে ঘরের বাইরে বের না হতে নির্দেশ দিয়েছে। দেশটিতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করে যাভেনতেম আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিবৃতিতে বিমানবন্দর এলাকা এড়িয়ে চলতে বলেছে। সেই সঙ্গে বিমানবন্দরটিতে অবতরন করবে এমন বেশ কয়েকটি বিমানকে দিক পরিবর্তন করানো হয়েছে।