মিস আর্থ ২০১৬ প্রতিযোগিতায় মিস কমপ্যাশনেট, সেরা গাউন ও সেরা ফিটনেস বিভাগে পুরস্কার জিতলেন বাংলাদেশি তরুণী মাকসুদা আক্তার প্রিয়তি। গত ১৩ অক্টোবর জ্যামাইকায় শুরু হয় ‘মিস আর্থ ২০১৬’। এ আসরে মিস আয়াল্যান্ড হিসেবে অংশ নিয়েছেন প্রিয়তি। গত বছর মিস আয়ারল্যান্ডের মুকুট অর্জন করেছেন তিনি। তাই এবার তিনি জায়গা করে নেন মিস আর্থ-এ।
এবারের প্রতিযোগিতার শীর্ষ পাঁচে স্থান করে নেওয়ার সুবাদে প্রিয়তি ছিলেন গ্র্যান্ড ফিনালেতে। মিস আর্থের মুকুট জেতা হয়নি তার।
ঢাকায় শৈশব কাটলেও কৈশোরে প্রিয়তি চলে যান আয়ারল্যান্ডে। সেখানে মডেলিং শুরু করেন তিনি। এরপর অংশ নেন বিভিন্ন প্রতিযোগিতায়। পেশাগত জীবনে তিনি একজন বৈমানিক।