রঙ বাংলাদেশে একুশের পোশাক: একুশ আমাদের অহংকার। একদার শোক আজ শক্তি। উদযাপনের প্রেরণা। বাঙালি আজ নানাভাবেই এই দিনটি তো বটেই, পুরো ফেব্রুয়ারি নানাভাবে শ্রদ্ধাভরেই উদযাপন করে। এমনকি তার পোশাক এই উদযাপনের বিশেষ এবং গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হয়ে ওঠে। বাংলাদেশের দেশীয় ফ্যাশন ইন্ডাস্ট্রি তাই এই মাসটিকে সচেতনভাবে মাথায় রেখেই তৈরি করে থাকে এ সময়ের উপযোগী পোশাক। নতুন করে পথচলার সুচনায় রঙ বাংলাদেশও পোশাকে উদযাপন করছে ফেব্রুয়ারি। এবার বিষয় রাখা হয়েছে বর্ণমালা এক সুতায় গাঁথা। ইতোমধ্যে কমে এসেছে শীতের প্রকোপ। তাই এই কালেকশনটি সাজানো হয়েছে পুরোপুরি সুতি কাপড়ে। সাদা আর কালোর সৌকর্যে বিনির্মিত এই কালেকশনে ডিজাইনাররা প্রয়াস পেয়েছেন ফ্যাশনপ্রিয়দের পছন্দকে ছোঁয়ার। স্ক্রিনপ্রিন্ট, ব্লকপ্রিন্ট, এম্ব্রয়ডারি, কারচুপি, প্যাচওয়ার্ক আর মিক্স মিডিয়ায় সুষম আর দৃষ্টিনন্দন ব্যবহারে প্রতিটি পোশাককে আকর্ষণীয় করে তোলার চেষ্টা করা হয়েছে। রঙ এখন রঙ বাংলাদেশ। ইতোমধ্যে বিষয়টি আপনারা সম্যক অবগত। ফলে সেই ধারা রঙ বাংলাদেশও অব্যাহত রেখেছে। একুশে ফেব্রুয়ারি উপলক্ষে রঙ বাংলাদেশ সম্মানিত গ্রাহকদের পছন্দকে বিশেষ গুরুত্বের সঙ্গে বিবেচনা করেই সাজিয়েছে এবারের সংগ্রহ। একই সঙ্গে গুরুত্বের সঙ্গে বিবেচনায় রেখেছে ক্রয়সাধ্যের বিষয়টি। যাতে করে উদযাপন বিঘœ না হয়। এই কালেকশন তাই বিশেষভাবেই থাকছে ক্রেতাদের ক্রয়সাধ্যের মধ্যে।
ডিমান্ডে একুশে পোশাক: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস মহান একুশে ফেব্রুয়ারি প্রতি বছরই আমাদের প্রেরণা যুগিয়ে যায়। শেখায় মাথানত না করতে। ২১ ফেব্রুয়ারি বাঙালির ইতিহাসে এক স্মরণীয় দিন। আর এ দিনটিকে আরো স্মরণীয় করে রাখতে ফ্যাশন হাউস ডিমান্ড পোশাকে ফুটিয়ে তুলেছে বাংলা ভাষার তাৎপর্যতা। সাদা কালোকে প্রাধান্য দিয়ে বাংলা ভাষার বিভিন্ন অক্ষর দিয়ে ডিজাইন করা হয়েছে ডিমান্ডের পোশাকগুলো। যা এখন শোভা পাচ্ছে ডিমান্ডের সবগুলো শো-রুমে। যোগাযোগ (শো-রুম): ক্যাপিটাল সিরাজ মার্কেট বেইলি রোড (তৃতীয় তলা), জলেশ্বরী তলা (বগুড়া), জামান টাওয়ার নারায়ণগঞ্জ (নিচতলা), সাভার সিটি সেন্টার (প্রথম তলা)।
একুশের পোশাক নিয়ে মেঘ: ফ্যাশন হাউস মেঘে এসেছে একুশের পোশাক। বাংলা বর্ণমালা, শহীদ মিনারসহ একুশের নানা বিষয় দিয়ে সাদা-কালো রঙে নকশা করা হয়েছে এসব পোশাক। এসব পোশাকের মধ্যে আছে বড়দের ও ছোটদের পাঞ্জাবি, ফতুয়া, টপস, কামিজ ও টি-শার্ট। মেঘের বিক্রয়কেন্দ্র আছে শাহবাগের আজিজ সুপার মর্কেটে, ধানমণ্ডির সীমান্ত স্কয়ারে ও মিরপুর অরজিনাল দশ নম্বরে (মিরপুর সাড়ে ১০)।
একুশে যোগী: যোগী এনেছে একুশের পোশাক। বিভিন্ন হাতের কাজ ও প্রিন্টের মাধ্যমে দেশীয় কাপড়ে পোশাকের নকশা করা হয়েছে বাংলা বর্ণমালা ও শহীদ মিনারের ছবি দিয়ে। ঠিকানা: দোকান-৩৪, (নিচতলা) ও ১বি (তৃতীয়তলা), আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা।