কিংবদন্তী নৃত্যগুরু উদয় শঙ্করের কন্যা স্বনামধন্য নৃত্যশিল্পী ও নৃত্যপ্রশিক্ষণ কেন্দ্র উদয়নপ্রধান শ্রীমতি মমতা শঙ্করের সান্নিধ্যে প্রীতি সম্মিলনী অনুষ্ঠিত হয় বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে।
শনিবার দুপুরে একাডেমীর জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে প্রীতি সম্মিলনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
অনুষ্ঠানে মমতা শঙ্কর বলেন, ‘আমার বাবা যে কাজ করেছেন তা এখনও আমি স্মরণ করি। আমি মনে করি, এখনো আমি শিখছি। মা বলতেন, তুমি অনেক ভালো কাজ করো তারপরও তোমার বাবার মতো হয় না।’
তিনি বলেন, ‘আপনারা আমাকে যে সম্মান দেখালেন, আমি তা সারা জীবন ভুলবো না। আমি মনে করি, পুরো পৃথিবীটা যদি এমন হতো যে, কোথাও যেতে কোনো পাসপোর্ট বা ভিসা লাগবে না তাহলে অনেক ভালো হতো।’
মমতা বলেন, ‘শিল্প হলো একেবারে নিজের মনের খোরাক। নাচ, গান, বাজনা, ছবি আঁকা এ শিল্পকলাগুলো মানুষ টাকা দিয়ে কিনতে পারে না। এগুলো আল্লাহর আর্শীবাদ।’
প্রীতি সম্মিলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- শ্রীমতি মমতা শঙ্করের জীবন সঙ্গী চন্দ্রদ্বয় ঘোষ, ছেলে বাদ্যযন্ত্রশিল্পী রাতুল শঙ্কর, ওয়েস্ট বেঙ্গল ডান্স গ্রুপ ফেডারেশানের যুগ্ম সম্পাদক আদিত্য মিত্র এবং উদয়নের তিনজন শিল্পী দেবস্মিতা, শ্রেয়া ও শিল্পা।
এসময় আরো উপস্থিত ছিলেন- সাধনার শৈল্পিক পরিচালক লুবনা মরিয়ম, নৃত্যশিল্পী লায়লা হাসান, আমানুল হক, গোলাম মোস্তফা খান, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, শিল্পী শর্মিলী বন্দোপাধ্যায়, মুনমুন আহমেদ, ওয়ার্দা রিহাব, নিলুফার ওয়াহিদ পাপড়ী প্রমুখ।
প্রীতি সম্মিলনকে কেন্দ্র করে একাডেমীর জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষের সামনে নৃত্যগুরু উদয় শঙ্কর ও বুলবুল চৌধুরীর বিভিন্ন নৃত্যানুষ্ঠানের শতাধিক আলোকচিত্র প্রদর্শিত হয়। এছাড়া, অনুষ্ঠানে নৃত্যগুরু উদয় শঙ্করের ওপর একটি তথ্যচিত্র দেখানো হয়।