জবি: ‘বর্ষবরণে নারীর উপর যৌন নির্যাতনের প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়’ শীর্ষক ব্যানারে ২ দিনব্যাপী প্রতিবাদী কার্টুন অঙ্কনের আয়োজন করা হয়েছে।
বুধবার দুপুরে ভাষ্কর্য চত্ত্বরে এ প্রতিবাদী কার্টুন অঙ্কনের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ ও সাধারণ শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করে।
ইংরেজি বিভাগের চেয়ারম্যান নাসিরুদ্দিন অহমেদ অনুষ্ঠানের উদ্বোধন ঘোষনা করেন। সংক্ষিপ্ত আলোচনায় নাসিরুদ্দিন অহমেদ বলেন, এ ধরনের অপরাধ নির্মূলের জন্য সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জবি সংসদের সাধারণ সম্পাদক আল আমিন। তিনি বলেন, নারী পুরুষ সবাইকে ঐক্য বদ্ধ হয়ে সবধরনের সামাজিক অপরাধ প্রতিহত করতে হবে।