গ্ল্যামার গার্ল অভিনেত্রী পাওলি দাম অবশেষে স্বীকার আসলেন যে, তিনি প্রেম করছেন। যদিও প্রথমে কিছুতেই বলতে রাজি হননি কার প্রেমে পড়েছেন। শুধু এইটুকু বলেছিলেন যে তার প্রেমিক ফিল্ম ইন্ডাস্ট্রির কেউ নয় ।
এখন জানা গেছে ঐ লাকি পুরুষের নাম অর্জুন দেব। উনি গুয়াহাটির বাসিন্দা, এবং কয়েকটা রেস্তোরাঁর মালিক। শোনা যাচ্ছে পাওলির সঙ্গে অর্জুনের একটা পার্টিতে আলাপ হয়। আলাপ হওয়ার পরে দুজনের মধ্যে প্রথমে বন্ধুত্ব হয়।
প্রেমে পড়তে অবশ্য একটু সময় লাগে দুজনের। আজকাল পাওলির হোয়াটস অ্যাপ-এর প্রোফাইল ফটোতে দুজনকে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যাচ্ছে । অর্জুন বাঙালি হলেও বিদেশেই পড়াশোনা করেছেন।
এখন অর্জুন মাসে একবার করে কলকাতায় আসেন পাওলির সঙ্গে দেখা করতে। অর্জুনের ৩০ মে জন্মদিন। তাই পাওলি আজকাল খুব ব্যস্ত প্রেমিকের জন্মদিনকে স্পেশাল করে তোলার জন্য ।