নিজের ফেসবুক অ্যাকাউন্টে নিজের একটি নগ্ন ছবি পোস্ট করলেন অভিনেত্রী রেশমি অ্যালন। কয়েক ঘন্টা আগে তিনি এ ছবিটি পোস্ট করেন।
ছবি প্রকাশের পরপরই তার ভক্তরাই এ নিয়ে তুমুল সমালোচনা শুরু করেছেন। তবে নিয়ে মাথা ঘামাচ্ছেন না রেশমি।এ ছবিটিতে তাবকে বেশ সাহসী রুপে দেখা গেছে।
তিনি মনে করেন সে বাংলাদেশের সবচেয়ে আবেদনি নারী তিনি। বাংলকাদেশের শ্রেষ্ঠ মডেলদের চেয়েও তার উচ্চ চিন্তা ভাবনা, এমন ভাব প্রকাশ করেন তার আইডিতে। তবে এ নিয়ে তার প্রফাইল ও পেইজে খারাপ কমেন্টসের ঝর বইছে।