রাজধানীর মধ্য বাড্ডা এলাকায় পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে রবিউল হাসান (১১) নামে এক শিশু আহত হয়েছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার বেলা সোয়া ১২টার দিকে মধ্য বাড্ডার কৃষি ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে।
রবিউলের বাবা ফারুক জানান, রবিউল তার সমবয়সী এক ছেলের সঙ্গে মধ্য বাড্ডার বালুর মাঠে খেলা করছিল। সেখানে কুড়িয়ে পাওয়া একটি পরিত্যক্ত ককটেল হঠাৎ করেই বিস্ফোরিত হয়। এতে রবিউলের চোখে ও হাতের আঙ্গুল ক্ষত হয়েছে। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢামেকে ভর্তি করা হয়।
ঢামেক পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।