বরগুনা শহরের চল্লিশজন দুস্থ ও অসহায় ব্যক্তিকে আমন্ত্রিত অতিথি করে ভিন্নধর্মী এক ইফতার ও দোয়া অনুষ্ঠান করেছে বরগুনা জেলা টেলিভিশন সাংবাদিক ফোরাম। অনুষ্ঠানে আমন্ত্রিত দুস্থজনদের নিয়ে একই টেবিলে ইফতার করেন বরগুনার জেলা প্রশাসক মীর জহুরুল ইসলাম।
রোববার সন্ধ্যায় বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত ব্যতিক্রমী এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার পুলিশ সুপার বিজয় বসাক, সদর উপজেলা চেয়ারম্যান আব্বাস হোসেন মন্টু, পৌরমেয়র মোঃ শাহাদাত হোসেন, সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াজ হোসেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) পুলক চন্দ্র রায় এবং বরগুনা প্রেসক্লাবের সভাপতি হাসানুর রহমান ঝন্টু।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আনোয়ার হোসেন মনোয়ার।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরগুনা প্রেসক্লাব ও জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সদস্যবৃন্দ।
জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক, দৈনিক সমকাল ও চ্যানেল টুয়েন্টিফোরের বরগুনা জেলা প্রতিনিধি আবু জাফর সালেহ জানান, শুরু থেকেই ভিন্নধর্মী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে আসছে বরগুনা জেলা টেলিভিশন সাংবাদিক ফোরাম। তিনি বলেন, পবিত্র রমজান মাসে বেশীর ভাগ ইফতার অনুষ্ঠানেই অপেক্ষাকৃত স্বচ্ছল ও গন্যমান্য ব্যক্তিবর্গকে অতিথি করে ব্যায়বহুল ইফতার পার্টির আয়োজন করা হয়।অন্যদিকে উচ্ছিষ্ট খাবার খেয়েই তৃপ্ত থাকেন দুস্থজনরা। তিনি আরও বলেন, ধনী গরীব হিসেবে মানুষের মধ্যে কোন ভেদাভেদ থাকতে পারেনা। বিষয়টি আমাদের সকলের উপলব্ধিতে আনতে হবে।