ঢাকা: জনকণ্ঠের আদালত অবমাননার বিষয়ে আগামী ১৩ আগস্ট আদেশ দেবেন আপিল বিভাগ। সোমবার প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন।
আজ সকালে জনকণ্ঠের আদালত অবমাননার বিষয়ে শুনানি শুরু হয়।
শুনানির এক পর্যায়ে সালাউদ্দিন কাদের চৌধুরী (সাকা) যুদ্ধাপরাধ মামলায় আপিলের চূড়ান্ত রায়ের আগে প্রধান বিচারপতির বিদেশ যাওয়ার সফরটি সরকার বাতিল করেছে কিনা তা আদালতে জানাতে বলেন আপিল বিভাগ।
সরকারের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলমকে এ নির্দেশনা দেয়া হয়েছে।
এদিকে আদালত অবমাননার মামলায় জনকণ্ঠের পক্ষে আদালতে সাক্ষী দিতে একটি আবেদন পত্র জমা দেয়া হয়েছে।
আজ আদালতে জনকণ্ঠের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সালাউদ্দিন দোলন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম।
আজ জনকণ্ঠের এ মামলাটি আপিল বিভাগের এক নাম্বার কার্যতালিকায় ছিলো।
সে অনুযায়ী সকাল নয়টায়ই আদালত বসে। এরপর সকাল সাড়ে নয়টার দিক আদালত কিছু সময়ের জন্য উঠে যায়।
সকাল ৯.৩৬ মিনিটের দিকে আদালত আবার বসে। এরপর বেলা ১১টা পর্যন্ত এ মামলার বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়ে বিরতি দেয়া হয়। বিরতির পর এ মামলার কার্যক্রম আবারো শুরু হয়।
এ মামলার শুনানির জন্য সকাল থেকেই আপিল বিভাগের এজলাস কানায় কানায় পূর্ণ হয়ে যায়। এ মামলাটির নিউজ কাভার করতে আজ আদালতে দেশি বিদেশি মিডিয়ার অনেক সাংবাদিক উপস্থিত ছিলেন।
সাকার মামলা শুনানি ও রায়ের আগে প্রধান বিচারপতির সঙ্গে অন্য একজনের কথপোকথনের রেকর্ডটি আদালতে উপস্থাপনের সময় সরকার দলীয় এমপি অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন তীব্র আপত্তি তোলেন।
এসময় সুজনের সঙ্গে অন্য আইনজীবী, জনকণ্ঠের সাংবাদিদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম, প্রধান বিচারপতির হস্তক্ষেপের পরে পরিবেশ ঠাণ্ডা হয়।