মুনমুনের অভিনয় জীবন শুরু হয়েছিলো ছোট পর্দার মাধ্যমেই। আজকের মৌসুমি হামিদেরও তাই।
মুনমুন গুণী নির্মাতার হাত ধরে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন। পরে তাল হারিয়ে অশ্লীলতায় গা ভাসিয়ে দেন। যার জন্য মূলধারার অভিনয় থেকে ছিটকে পড়েছিলেন তিনি। এর খেসারতও তাকে কম দিতে হয় নি। এখনো হচ্ছে।
এদিকে আজ মুক্তি পাচ্ছে মৌসুমি হামিদ অভিনীত ‘ব্ল্যাকমানি’ সিনেমাটি। ইতোমধ্যে এই সিনেমার গান দিয়ে তিনি সমালোচিতও হয়েছেন। কেউ কেউ তাকে ময়ূরীর সাথেও তুলনা করছেন। নিন্দুকদের মতে, ময়ূরীর পথ অনুসরণ করেই পথ চলছেন মৌসুমি। যার ফলে প্রথম ছবিতেই তিনি বেশ খোলামেলা-ভাবে উপস্থিত হয়েছেন। অথচ মুনমুনের শুরুটাও এতটা খোলামেলা হয় নি।
অন্য দিকে কেউ কেউ মনে করছেন, চলচ্চিত্রে অবস্থা সুদৃঢ় করার জন্যই মৌসুমি হামিদ নিজেকে মেলে ধরছেন। তবে এর ফল বরাবরই তিতা হয়। লাইনচ্যুত হতে তহয় লক্ষ্য থেকে।
অপর দিকে প্রশ্ন উঠেছে, মৌসুমি হামিদ অভিনীত ‘ব্ল্যাকমানি’ সিনেমায় তার পাশাপাশি অভিনয় করেছেন চিত্রনায়িকা কেয়া। তাকেও এ ছবিতে এতটা খোলামেলা দেখা যায় নি। তাহলে মৌসুমি হামিদ কেনো? তাহলে কি মুনমুন ময়ূরীদের পথেই এগোতে চাইছেন মৌসুমি?
এদিকে আজ মুক্তি পাচ্ছে মৌসুমি হামিদ অভিনীত ‘ব্ল্যাকমানি’ সিনেমাটি। ইতোমধ্যে এই সিনেমার গান দিয়ে তিনি সমালোচিতও হয়েছেন। কেউ কেউ তাকে ময়ূরীর সাথেও তুলনা করছেন। নিন্দুকদের মতে, ময়ূরীর পথ অনুসরণ করেই পথ চলছেন মৌসুমি। যার ফলে প্রথম ছবিতেই তিনি বেশ খোলামেলা-ভাবে উপস্থিত হয়েছেন। অথচ মুনমুনের শুরুটাও এতটা খোলামেলা হয় নি।
অন্য দিকে কেউ কেউ মনে করছেন, চলচ্চিত্রে অবস্থা সুদৃঢ় করার জন্যই মৌসুমি হামিদ নিজেকে মেলে ধরছেন। তবে এর ফল বরাবরই তিতা হয়। লাইনচ্যুত হতে তহয় লক্ষ্য থেকে।
অপর দিকে প্রশ্ন উঠেছে, মৌসুমি হামিদ অভিনীত ‘ব্ল্যাকমানি’ সিনেমায় তার পাশাপাশি অভিনয় করেছেন চিত্রনায়িকা কেয়া। তাকেও এ ছবিতে এতটা খোলামেলা দেখা যায় নি। তাহলে মৌসুমি হামিদ কেনো? তাহলে কি মুনমুন ময়ূরীদের পথেই এগোতে চাইছেন মৌসুমি?