রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বান্ধবীকে ধর্ষণের হুমকি দিয়ে এক যুবকের কাছ থেকে মোবাইল ও এটিএম কার্ড ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
আনসার আলী লিমন (২৮) নামে ওই যুবক একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা।
আনসার আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার রাত ৮টার দিকে বান্ধবীকে নিয়ে সোহরাওয়ার্দী উদ্যান থেকে বের হওয়ার পথে তারা ছিনতাইয়ের শিকার হন।
ছিনতাইকারীরা নিজেদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলেও পরিচয় দিয়েছে বলে জানান তিনি।
“ছিনতাইকারীদের কবলে পড়ে আমি চিৎকার শুরু করলে ওরা চাপাতি দিয়ে আমাদের দুই জনকে কোপানোর ভয় দেখায়। এ সময় আমাদের অকথ্য ভাষায় গালাগাল দিতে থাকে তারা। আমি কথা বলার আগেই তারা আমার গলায় ধারালো অস্ত্র ধরে বান্ধবীকে ধর্ষণের হুমকি দেয়।”
বান্ধবীর সম্ভ্রম রক্ষায় সঙ্গে থাকা মোবাইল ফোন ও একটি ব্যাংকের এটিএম কার্ডের পিন নম্বর জানিয়ে দেন আনসার।
আনসার আলী ‘নাট্যবেদ’ নামে একটি নাট্য দলের কর্মী। এছাড়াও নিজেকে ‘কথা আবৃত্তি চর্চা কেন্দ্রের’ সদস্য বলে জানিয়েছেন।
তিনি বলেন, “এটিএম কার্ডের পিন নম্বর জেনে নিয়ে ওদের একটি গ্রুপ টিএসসির একটি বুথ থেকে ৫০ হাজার টাকা উঠিয়ে মোবাইলে তা নিশ্চিত করলে আমাদের ছেড়ে দেয় তারা।”
এই ঘটনায় শাহবাগ থানায় একটি জিডি হয়েছে।
শাহবাগ থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, “পুলিশ গুরুত্ব দিয়ে ঘটনাটি পর্যালোচনা করছে। একটি বেসরকারি ব্যাংকের বুথের ভিডিও ফুটেজ চাওয়া হয়েছে। ছিনতাইকারী যুবকরা অভিযুক্ত লিমনের মোবাইল থেকে বিকাশে দুই হাজার টাকাও নিয়েছিল।”