 চট্টগ্রাম : মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের মধ্যদিয়ে কিছু মেধা, কিছু স্বপ্নের অপমৃত্যু ঘটনো হয়েছে বলে মন্তব্য করে অনুষ্ঠিত পরীক্ষা বাতিলের দাবি জানিয়েছেন মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নেয়া শত শত শিক্ষার্থীরা।
চট্টগ্রাম : মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের মধ্যদিয়ে কিছু মেধা, কিছু স্বপ্নের অপমৃত্যু ঘটনো হয়েছে বলে মন্তব্য করে অনুষ্ঠিত পরীক্ষা বাতিলের দাবি জানিয়েছেন মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নেয়া শত শত শিক্ষার্থীরা।
রোববার বিকেল চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে এই মন্তব্য করেন তারা।
মানববন্ধন থেকে সোমবার সকাল ১০টায় শহীদ মিনারের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দেন শিক্ষার্থীরা।
তারা বলেন, গত বছর সর্বনিম্ন প্রাপ্ত নম্বর ছিল ৫৬। এছাড়া একশতে ১০০ নম্বর পাওয়ার কোনো নজির সাম্প্রতিক বছরগুলোতে নেই। কিন্তু এবারের ফলাফলে একশতে ১০০ এবং সর্বনিম্ন প্রাপ্ত নম্বর ছিল ৭৬। প্রশ্নপত্র ফাঁস এবং প্রতারণামূলক ফলাফলের মাধ্যমে মানুষের জীবনরক্ষা, বাঁচা-মরার এই জগতটিকেও সরকার শেষপর্যন্ত কলুষিত করলো। অবিলম্বে এই ফলাফল বাতিল করার নতুনভাবে পরীক্ষা গ্রহণের আবেদন জানান তারা। অন্যথায় কঠোর আন্দোলনে যাবার ঘোষণা দেন তারা। 
মানববন্ধনে বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার, প্লেকার্ড হাতে নিয়ে শিক্ষার্থী ছাড়াও অভিভাবকেরা অংশ নেন।
মানছুরা মেহেরুন মুমু নামে আন্দোলনকারী এক শিক্ষার্থী বলেন, ২০১৫-১৬ শিক্ষাবর্ষের এমবিবিএস-বিডিএস পরীক্ষা বাতিলের দাবিতে আমাদের এ আন্দোলন। ফাঁস হওয়া প্রশ্নে নেওয়া পরীক্ষার পাতানো ফলাফল আমরা বাতিলের দাবি করছি। আমাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে।
 
			