রোনাল্ডোর নতুন প্রেমিকা ১৯ বছরের ডারভিং

0

Ronaldo n GFইরিনা শায়েকের সঙ্গে বিচ্ছেদ হয়েছে অনেক দিন হলো৷‌ তাকে ছাড়ার পর নতুন বয়ফ্রেন্ড খুঁজতে ইরিনার বেশি সময় লাগেনি৷‌ ধরা দিয়েছেন ব্রাডলি কুপারের বাহুবন্ধনে৷‌ সব সময়ই এই ‘হট’ জুটিকে দেখা যাচ্ছে একসঙ্গে৷‌ সেটা সমুদ্রের পাড়ে হতে পারে বা কোনো ক্লাবে! কিন্তু ইরিনার সঙ্গে সম্পর্কে দাঁড়ি টানার পর রোনাল্ডোকে সেভাবে কারও সঙ্গে দেখা যায়নি৷‌ মাঝে একটা-দুটি ছবি সংবাদমাধ্যমে প্রকাশ পেয়েছে বটে৷‌ যেখানে কোনো সুন্দরীর পাশে দেখা গেছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে৷‌ কিন্তু তারা যে মনের মানুষ, এমন খবর শোনা যায়নি৷‌ অবশেষে রোনাল্ডোর নতুন মনের মানুষের খোঁজ পাওয়া গেল৷‌ সি আর সেভেন ডেট করছেন ডেনমার্কের মাজা ডারভিংকে৷‌ ডারভিংয়ের বয়স ১৯ বছর৷‌ এবং ফ্যাশন দুনিয়ার অন্যতম সেরা মডেল তিনি৷‌ কী ভাবে দেখা হল ডারভিংয়ের সঙ্গে রোনাল্ডোর? কতদিন ধরে রোনাল্ডো ডেট করছেন তাকে? নানা খবর ভাসছে পর্তুগাল আর ডেনমার্কের সংবাদমাধ্যমে৷‌ সূত্রের দাবি, গত আগস্ট থেকেই রোনাল্ডো ডেট করছেন ডারভিংকে৷‌ সোশ্যাল নেট ওয়ার্কে নাকি প্রথম ডারভিংয়ের সঙ্গে কথা হয় রোনাল্ডোর৷‌ কিছুদিন পর এক বন্ধুর মাধ্যমে ডারভিংয়ের সঙ্গে দেখা করেন রোনাল্ডো৷‌ পর্তুগালের সংবাদমাধ্যমের খবর, ডারভিং-রোনাল্ডো সম্পর্ক এখন আর শুধু ডেটে থেমে নেই৷‌ কিছুদিন আগে নাকি সপ্তাহের শেষটা একসঙ্গে কাটিয়েছে এই জুটি৷‌ খবরটা আরো জোরালো হয়েছে ডারভিংয়ের আচরণে৷‌ কিছুদিন আগেই চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলতে সুইডেন গেছিল রিয়েল মাদ্রিদ৷‌ মাঠে বসে রিয়েলের খেলা দেখতে দেখা যায় ডারভিংকে৷‌

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More